বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তোমাকে মোদের শ্রদ্ধাঞ্জলি জানাই আজ!
১২০ তম জন্মদিনে সারা বাংলায় বরণ করি
তোমার সংগীত ও আবৃত্তিতে দিকে দিকে মুখরিত হয়ে!
বিদ্রোহী কবিতায় উজ্জীবিত করলে ম্রোদের প্রাণশক্তিকে
স্বাধীনতার প্রাক্কালে তোমার সঙ্গীত ও কবিতা
দেশপ্রেমিক বীর যোদ্ধারা অনুপ্রাণিত হলো তোমার সৃষ্টিতে!
দুর্ভাগ্য আমাদের কাছে, শেষ জীবন নীরব থেকে গেলে
যতদিন থাকবে বাঙালি সমাজ এ জগতে
তোমাকে রাখবো চিরন্তন মোদের হৃদয়ের মাঝে!!