হায়রে আমার পোড়া দেশ
এখানে রাজনীতি আসল উদ্দেশ্য
আর সব খেল!
মরণ যুদ্ধে নেই কোন দিশা
চারিদিকে শুধু হতাশা
হাজারে হাজারে মৃত্যু মিছিল
নেই কোনো পরিকল্পনা
একে অপরকে দোষারোপ এর পালা
এভাবেই চলছে রাজনীতির খেলা
কেউ করে ধর্মের নামে রাজনীতি
কেউ আবার তোষনের রাজনীতি
স্বাস্থ্য পরিকাঠামোর নেই কোনো উন্নতি
অসহায়, অবহেলায় নাগরিকের অবনতি
উদাসীন শাসকের নেই কোন ভাবনা চিন্তা
ক্ষমতা টিকে থাকার আসল উদ্দেশ্য
অপরদিকে ক্ষমতা দখল বিরোধীদের লক্ষ্য!!