সবাই বলে কবি আমি
কবি বলে, কবি নই আমি
হাজার কবির ভিড়ে
ক্লান্ত দেহে, কাধে ঝোলা নিয়ে
মুখ ভর্তি দাড়ি
হারিয়ে গেছি আমি!
কত নিশি রাত
লিখেছি আমি কবিতা
সাদা পাতায়, কালো দাগ
শোকের কবিতা!
বর্ষা রাতে
কত প্রেমের কবিতা
বন্দী করেছি খাতায়!
কখনো হঠাৎ করে
বিদ্রোহী কলম জেগে ওঠে
লাল রক্তে
বিপ্লবের কথা বলে!
তোমরা আমায় দিয়েছো কবির স্বীকৃতি
সেটাই আমার অনেক বেশি প্রাপ্তি!!