এক ঝাঁক যুবকের সাথে, বন্ধু হল তাদের সঙ্গে
ফেসবুকের কল্যাণে দূর থেকে দূরান্তে
কত অজানারে সুখ দুঃখ নিয়ে
সময় কেটে যায় চ্যাট আর ফোন করে
কেউবা করে চাকরি, কেউবা রয়েছে বেকার
জীবন সংগ্রামে সবাই করছে বেঁচে থাকার লড়াই
সমাজ তাদের দেয়নি শান্তিতে ঘুমোতে
জীবনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ডুবে থাকে
জীবন যুদ্ধের ভরসা নেই কোন আশা
জানিনা কবে নতুন সূর্য উদয় হবে তাদের জীবনে!!