কতটা পথ চলার পরে পথিক বলা যায়
কতটা সময় পার করে জীবনকে চেনা যায়
কতটা তোমায় ভালবাসলে পরে জীবনে সুখ পাওয়া যায়
কতটা মানুষকে ভালবাসলে আসল মানুষ বোঝা যায়
কতটা অর্থ হলে পরে তার প্রয়োজন ফুরোয়
কত দান সেবা করলে পরে পূণ্যবান হওয়া যায়
কত পুজো পাঠ করলে পরে স্বর্গে যাওয়া যায়
কত স্বপ্ন বাস্তব হলে পরে শেষ বলা যায়
কত স্বপ্ন আশা পূর্ণ হলে জীবন সফল বলা যায়
কত নিঃস্ব হলে পরে গরিব বলা যায়
কত অন্যায় করলে পরে তাকে শাস্তি দেওয়া যায়
কত বছর বাঁচলে পড়ে জীবন সার্থক বলা যায়!!