জীবনের গতি, চলমান স্রোতে
চলেছে কোন অজানার দেশে
কত বাধা আসবে তারি মাঝে
থেমে থাকার নেই কোন উপায়।
আলো আঁধারে কত দিন আসবে যাবে
পুরনো স্মৃতিগুলো থাকবে শুধু পড়ে
জীবন-মরণ দুটি শব্দের তফাৎ অনেক
সে কথা ভেবে লাভ কি হবে।।