দীর্ঘ পথ চলার জীবন, মানব জীবন
অর্থের পাহাড় বানাও, এটাই কি জীবন?
সুখ-স্বাচ্ছন্দ্যের থাকো বসে একি ভবিষ্যৎ?
পশুপাখিরাও তো বেঁচে থাকার জন্য
অন্ন সংস্থান করে, অন্য কিছু না আর ভাবে!
মনুষ্য জীবন কি এভাবে চলবে?
তার কি কোন দাইনি সমাজের কাছে?
স্ত্রী পুত্র, কন্যা সংসার এটাই কি তার পৃথিবীর?
সমাজে কি দিলাম, সমাজ থেকে কি নিলাম
তার হিসাবের খাতা দেখবো নাকি আমি?
মানব জীবন পেয়েছি এ জগতে সার্থক করব তাকে
কিছু একটা করে এই সমাজের কাছে!!