পুরাতন স্মৃতি ভুলে গিয়ে
নতুন কে আগলে রেখে বাচ্ তুমি
যেমন করে গাছের পাতা খসে পড়ে
সময় হলে, নতুন আসে তাতে প্রাণচঞ্চল হয়ে!
জীবনের চলমান গতি থেমে থাকে না কখনো
জীবনে দুঃখ কষ্ট ও আনন্দ যা আসুক না কেন
মেনে নিতে হবে তাকে নিজের মতন করে!
সারা জীবন সুখ বা দুঃখ চিরস্থায়ী হয় না কখনো
যেমন করে নদীর জোয়ার ভাটা আসা-যাওয়া চিরসত্য!!