জীবন চলে জীবনের গতিতে
মানুষের কি ক্ষমতা বোঝাবার তরে
কত ধনী মহাজন’ হল নিঃস্ব জীবন কালে
কত ক্ষমতাবান শাসক হল ঘরবন্দী সময়কালে
কত অহংকারী মানুষ হলো না চিরস্থায়ী সমাজের কাছে
কত ভক্ত পূজারী পেলোনা ঈশ্বরের করুণা জীবনে
কত নারী পেল না তার সংসার কপালের দোষে
যেমন করে নদীর বান একুল ভাঙ্গে
ওকুল গড়ে প্রকৃতির নিয়মে
মানব জীবন এভাবেই চলে জগতের কাছে।।