ঈশ্বরের টেকনোলজি জীবজগতের সৃষ্টিকারী
বিন্দু থেকে প্রাণের সৃষ্টি আশ্চর্য এই টেকনোলজি
মানবদেহে রক্তের সৃষ্টি ভেবে মরে মানব জাতি
আজকের বিজ্ঞান দিশাহীন অন্ধকারে
মানুষের ক্ষমতা থেমে যায় তার কাছে
পৃথিবীর বুকে অপরূপ এই প্রকৃতি
দিয়েছে মোদের প্রাণ শক্তি!
ক্ষনিকের জীবন চলে যাবে যখন
শুধু থাকবে পরে এক মুঠো ছাই
মিশে যাবে তা গঙ্গার জলে!
এই যাওয়া আসা চলছে লক্ষ কোটি
বছর ধরে এই ভুবনের মাঝে!!