হে ঈশ্বর তুমি বারেবারে দূত পাঠিয়েছো
এই জগতে!
তারা বলে গেল মানুষকে ভালোবাসো
বিপদে কাছে থেকো!
চারিদিকে হাহাকার অনাহারে মানুষ মরে
তুমি কি দেখছো তাদেরকে?
অন্যায় অবিচার সমাজকে করছে অন্ধকার
তুমি কি দুচোখ বুঝে আছো?
নারীর নেই কোন সম্মান, শ্লীলতাহানি হয় বারবার
তুমি কি নির্বিচার হয়ে থাকো?
খুনখারাপি রাজনীতি চলছে শাসক আর বিরোধী
তোমার দরবারে বিচার কবে হবে?
যারা সমাজে বিষাইছে বিষাক্ত বায়ু নিভাইছে আলো
তাদেরকে তুমি বলছ ভালোবেসো?