ঈশ্বর ঈশ্বর কোরে কোথা খূজিছ তাকে,
মন্দীর হতে মন্দীর বৃথা চেষ্টা, করছো তুমি এভাবে,
ঈশ্বর আছেন তোমার দেহের ভেতরে, মনের কনাতে।
প্রকিতির ভুমিতে জন্ম তোমার, শন্মান করো তাকে,
আর শন্মান করো তোমার পিতা মাতাকে।
যারা তোমাকে এনেছে পৃথিবীর আলোতে,
তারাই সবচে বড় ঈশ্বর তোমার কাছে।
ঈশ্বর আছেন তোমার প্রবিত্র মন ও জ্ঞানের মন্দীরে,
দুর্বল ভেবণা নিজেকে, অসীম শক্তি আছে তোমার ভেতোরে।
জাগ্রত করো সেই শক্তিকে, দেখবে সব কিছু লুটিয়ে পরেছে,
নিজেকে তৈরী করো সেই ভাবে মানুষ রুপে,
সল্প জীবন তোমার কবে কখন চলে যাবে,
কেউ বলতে পারে না তাতে,
যত দিন আছো বেঁচে এই পৃথিবীর বুকে মানুষ হয়ে,
বেঁচে থাকো মাথা উঁচু করে।।