ইচ্ছে ডানায় ভর করে
উড়তে চাই এ প্রান্ত থেকে ও প্রান্তে
উপর থেকে দেখতে চাই
সমাজের সব নোংরা আবর্জনা কে
স্বার্থপর সব মানুষগুলো
কেমন আছে এই সমাজে?
সততার সব মুখোশ পড়ে
মূল্যবোধের গলা টিপে
এরাই আজ সমাজের
উচ্চবিত্ত, মধ্যবিত্ত মানুষ গুলো!!