বহুদিন!
তোমায় আমায় বলেছি কত শত কথা
হাজার বসন্ত, পুর্নিমা পার করে
হাতে হাত রেখে কত স্বপ্ন দেখা!
আলোর সন্ধানে, কখনো খুঁজেছি গভীর আঁধারে
সীমাহীন পথ, চলেছি দুজনে একসাথে!
উঁচু-নিচু বাঁকা পথে, কখনো যাওয়া কখনো ফেরা
চলেছি দীর্ঘসময়, দিশাহীন ভাবে!
যে কথা বলতে চেয়েছি তোমায়,
আজও হলোনা সে কথা বলা
রয়ে গেল গভীর অন্তরে, হৃদয়ের মাঝে!!