হারিয়ে গেছে বিবেক আজ অন্যায়ের প্রতিবাদে
যা কিছু দেখি চোখ বুজে থাকি নিজেকে বাঁচিয়ে
হারিয়ে গেছে বিবেক আজ নারীদের সম্মান দিতে
নারীরা আজ ধর্ষিতা লাঞ্চিত ভোগ পণ্য রূপে
হারিয়ে গেছে বিবেক আজ গুণীজনদের সম্মান দিতে
তারা আজ অবহেলিত এই সমাজের কাছে
হারিয়ে গেছে বিবেক আজ মানুষের বিপদে পাশে থাকতে
মানুষ আজ বড় অসহায় অর্থের কাছে
হারিয়ে গেছে বিবেক আজ সততার প্রতীক রূপে
সব কাজে অসৎ উপায় খুঁজে বেড়াই নিজের কাজে
হারিয়ে গেছে বিবেক আজ কর্তব্যের কাছে
সব কাজে ফাঁকি অভ্যাসে পরিণত হয়ে
হারিয়ে গেছে বিবেক আজ স্বার্থ ছাড়া কিছু জানিনে
সমাজ আজ চলছে তাই অস্থিরতার দোলাচলে!!