প্রেম ভালোবাসা হৃদয়ের অনুভূতির জায়গা
মুখে বলতে না পারি আমি তোমায় ভালোবাসি!
প্রথম দর্শনে আমি মন দিয়েছি তোমাকে
হোক না বয়সের তফাৎ মন মানে কি তাতে?
নাইবা পেলাম তোমায় কাছে তাতে কি যায় আসে!
দূর থেকে তোমার ছবি রাখি মোর হৃদয়ের মাঝে
যদি কখনো দেখা হয় সম্মুখে হৃদয় জুড়াবে তাতে
বসে থাকবো তোমার অপেক্ষাতে যদি আসো কখনো আমার কাছে!!