ফুটপাতে শুয়ে থাকে শিশুর দল
খোলা আকাশের নিচে
সূর্য ওঠার পুর্বে পথচলতি মানুষের ভিড়ে
ঘুম ভেঙ্গে যায় তাতে!
ভোরের সকালে নেই কোন কাজ
তাদের কাছে
ভুখা পেটে চলে যায় রেল স্টেশনে
ভিক্ষা পাত্র হাতে নিয়ে মানুষের দরবারে!
কোন অপরাধে এই জীবন পেয়েছে তারা?
একই পূর্ব জন্মের পাপ নাকি রাষ্ট্রযন্ত্রের অভিশাপ?