ফেসবুক জগতে কথা বল
সাবধানে বন্ধুদের সাথে
তোমার সরল সোজা কথা
উল্টো ভাবে তারা!
কেউ করবে আপন ভালোবেসে
কেউ করবে সন্দেহ তোমাকে
অজানা অচেনা বন্ধু সকল
তোমার প্রোফাইলে আসবে ফ্রেন্ড রিকোয়েস্ট
বয়সের কোনো থাকবেনা তারতম্য
ছোট থেকে বৃদ্ধ
অঘাধ এই বন্ধু সমুদ্রে
ভেসে থেকো তুমি ব্যক্তিত্ব নিয়ে!!