বাংলা ভাষার স্মরণীয় দিন
আজ একুশে ফেব্রুয়ারীর দিন।
বহু শহীদের রক্ত, বৃথা যায়নি কখনো
বাংলা ভাষার স্বীকৃতি পেল
তাদের আন্দোলন।
বাংলাদেশের জন্ম হলো
বিশ্বের দরবারে।
বাংলা ভাষার বিশ্বকবি
নোবেল জয়ী রবীন্দ্রনাথ।
বাংলা ভাষায় বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম।
বাংলা ভাষা মিষ্টি ভাষা
বাংলা ভাষা মাতৃভাষা
এই ভাষাতে গর্ব মোদের।।