একটি রাত একটা দিন
তুমি ছিলে মোর সাথে
একটি রাতের স্বপ্ন, থাকবে চিরদিন মনে
একটি চাঁদের আলো, হাজার প্রেমের গল্প
একটি রাতের বৃষ্টি, তুমি আমি ঘরবন্দী
দুজনের পথ চলা উঁচু-নিচু বাঁকা
জানিনা কবে পথ হবে সোজা
জীবনের গতি কখনো আঁধার কখনো আলো
এটাই তো জীবন, সুখ দুঃখ মানি
জীবনের শেষ প্রান্তে হিসাবের খাতা খুলে দেখি।।