তারকাদের মেলা বসেছে আজ রাজনীতির জগতে
এ দল ও দল ছোটাছুটি করে
টিকিট পাবে বলে!
রাজনীতি বোঝার নেই কোন প্রয়োজন
মানুষের সেবা রাজ্যের উন্নয়ন করবে বলে
রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ভাষণে ব্যস্ত তারা
জনগণ তাদের দেখে সন্তুষ্ট!
ভোট প্রচারে দুয়ারে দুয়ারে দলে দলে
ভোটের পরে খুঁজে পাবেনা তাদেরকে
পয়সা দিয়ে সিনেমায় দেখতে হবে!!