মেরো না মেরো না আমাকে
কি অপরাধ করেছি তোমাদের কাছে?
দিন আনি দিন খাই, কেউ নেই আমার
খড়ের ছাউনি তে আমার বসবাস।
রাতের অন্ধকারে ঘরেতে আলো না জলে
ভোরের আলোয় থাকি অপেক্ষাতে।
পেটের জ্বালা মেটাতে চলে যাই জঙ্গলে তে
ডালপালা সংগ্রহ করে বেঁচে দেই হাটে
কুড়ি পঁচিশ টাকা হয় তাতে।
তোমরা হঠাৎ করে এসে
মারছো আমাকে বিনা দোষে
ডাইনি সন্দেহ করে মারছো এভাবে।
জানিনা কোন মানুষ এসে l
বাঁচাবে আমাকে।।l
U