এই বেকার ছেলে গুলো
ডেলিভারি বয় হলো
স্বপ্নটা মুছে গেল হায়
শিক্ষার কি দাম পেল?
জীবনটাই যে ব্যর্থ হলো
কে নেবে তার দায়?
নেতাদের সব বাড়ি গাড়ি
আরো কত কি
বিনা পুঁজিতে অর্থ কড়ি
রাজনীতিতে মজা লুটি
এভাবেই চলছে সমাজ
সব বুঝেও চুপ থাকি।।