করোনা ভয়ংকরী তুমি এসেছ কোথা থেকে বল দেখি
তোমার ঠিকানা কি? তুমি কোন দেশের সর্বনাশী?
অদৃশ্য তুমি ঘুরে বেড়াও মানুষের মাঝে বাতাসে ভেসে
দেশ থেকে দেশান্তরে তোমার বিচরণ বিশ্বজুড়ে
কত মানুষকে নিলে কেড়ে, তার হিসেবে কলম ভাঙ্গে
কত শ্রমিকের জীবন গেল, কত শ্রমিক কর্মহীন হলো
হাজার হাজার মানুষের জীবন আজ অন্ধকারে
কার দোষে? কার পাপে? বিশ্ব আজ অস্থিরতার সম্মুখে!!