সীতা মা আমার কোথায় গেল হারিয়ে
এ প্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াই দিনে রাতে!
কিশোরী সে স্কুলের গন্ডি পেরোননি এখনো
নাচে গানে পটু সে, সুন্দরী বলে সকলে!
কোন অভিমান ছিল কি আমার ওপরে?
আমি তো তার সব আবদার মেনে নিয়েছি সহজে!
জানিনা কোন বিপদে পড়ে নিরুদ্দেশ হয়েছে সে
কেউ কোন খবর দিতে পারেনি এখনো আমাকে!!