মানুষের চরিত্র বিচিত্র এই জগতে
যত দেখছি তাদের কাছ থেকে।
চিনতে পারা কঠিন হয়ে ওঠে সম্মুখে
ভালোবাসার মুখোশ পড়ে থাকে তারা।
স্বার্থ ফুরালে চলে যায় তারা যথা
নিজেকে সৎ বলে জাহির করে সমাজে
অর্থের হিসাবে গোঁজামিল দেয় সহজে।
সাধু বলে পরিচয় দেয় ভক্তের কাছে
শ্লীলতাহানি করে নারীগণ কে ধরে ধরে।
চাকরি দেওয়ার প্রলোভনে বেকারকে
ডুবায় সর্বশান্ত করে।
চিটফান্ডের ব্যবসা খুলে
মানুষকে ঠকায় নানাভাবে।
আর কত লিখব তাদের কথা
কলমের কালি লজ্জা পাবে তথা।।