জীবন মানে ছুটতে হবে
উঁচু-নিচু বাঁকা পথে
যতই আসুক পথের কাঁটা
তুলতে হবে সহজ ভাবে
জীবন মানে সুখ-দুঃখের মিলন মেলা
আপন মনে করতে হবে জয়যাত্রা
সুখের মুখ দেখবে তখন
কর্ম হবে যখন সফল
এভাবেই চলতে হবে দীর্ঘ জীবন!!