স্বয়নে,স্বপনে, মরনে তুমি রবীন্দ্রনাথ
তুমি রয়েছো মোদের অন্তরে হৃদয় জুড়ে
তোমার সাহিত্য আজ বিশ্বজুড়ে সমাদৃত
তোমার গানে কবিতায় বাঙালি জাতি গর্বিত
বাংলাদেশের জাতীয় সংগীত তোমার গানে আলোকিত
তুমি হলে নোবেলজয়ী বিশ্বকবি এ জগতে
তোমার সাহিত্য উজ্জ্বল তারা হয়ে থাকবে নীল আকাশে
বাঙালি সমাজ যতদিন থাকবে এ ভুবনে
তোমার সাহিত্য থাকবে ততদিন বাঙালির হৃদয়ে।।