ডুব দিয়েছি গভীর সমুদ্রে
হারিয়ে গেছি তোমাদের মাঝে
প্রতিদিন ভেসে ওঠে শত কবি মিলে
থাকতে চাই তোমাদের সাথে
হয় না সময় তাতে।
নানা কাজে ব্যস্ত থাকি
কি করব বল দেখ?
কবিদের দৌড়ে পিছিয়ে পড়েছি
অনেক দূরে।
চেষ্টা করি এগিয়ে যেতে
পিছু ধরে টানে
অন্য সকলে।
বুঝতে চায় না অন্য কিছু
বলে থাকো আমাদের সাথে,
তোমরা বল সবে?
কি করতে পারি তবে।।
।