বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি বসে আছি গৃহবন্দী
কর্ম দিবস হল লন্ডভন্ড, আড্ডা মেরে দিন কাটে
চারিদিকে জল থৈ থৈ রাস্তা হল নিঝুম
ঘরে বসে অলস জীবন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ
ব্যস্ত জীবন আত্মসমর্পণ আজ প্রকৃতির কাছে
প্রকৃতির কাছে মানুষের অসহায় জীবন আজ দাঁড়িয়ে!!