হে! বৃক্ষ তুমি আছো
যুগ যুগ ধরে একই স্থানে
মানুষের জীবন দানে অক্সিজেন দিয়ে!
তোমার ফুল-ফল ঈশ্বরের পুজোতে
তুমি যে প্রকৃতির সৃষ্টি এক অনবদ্য!
তোমার অঙ্গে ফুলের শোভা
মানব জীবনে প্রেম ভালোবাসা
তোমার ছায়া তলে পথিকের আশ্রয়
তুমি যে দয়াময়ী বৃক্ষ রুপে
প্রকৃতির আশ্চর্য সৃষ্টি তোমাকে নিয়ে!!