গঙ্গা ঘাটে বসে আছি দুজনে
পশ্চিম আকাশে লাল সূর্য ডুব দিয়েছে এখনই
আঁধার নেমে এসেছে চারিদিক তখনই
তোমার আমার জীবনে, অন্ধকার জানিনা ঘুচবে কোন দিন
বেকার আমি রয়েছি বসে চাকরির আশাতে
জানিনা কোন দিন স্বপ্ন আমাদের পূরণ হবে এ জীবনে
ভালবাসার মিলন অপেক্ষায় রয়েছে অর্থের প্রয়োজনে
নিষ্ঠুর বাস্তবতা দাঁড়িয়েছে সম্মুখে তোমার আমার মাঝে!!