বন্ধু মানে গোপন কথা
বন্ধু মানে বিশ্বাস করা!
বন্ধু মানে স্বার্থহীন ভালোবাসা
ভবিষ্যতে সাথে থাকা!
বন্ধু মানে রাগ অভিমান
সমান সমান ভাগ!
বন্ধু মানে আড্ডা মারা
সময়ের নেই কোন বিচার!
বন্ধু মানে বিপদে সঙ্গে থাকা
জীবন সংগ্রামে পথ চলা!
বন্ধু মানে পুরনো স্মৃতি মনে পড়া
দূরত্বে যখন থাকা!
বন্ধু মানে দুই হৃদয়ে মিলন মেলা
কেউ কাউকে না ছাড়া!!