বন্ধু

-গৌতম রায়

হতাশায় ডুব দিওনা তুমি, জীবনকে নিয়ে।
জীবন বড় সুন্দর মানুষের কাছে।

নিজেকে ভাবো সেভাবে নিজের জীবন দিয়ে।
মানব জীবন তুমি পেয়েছো এ জগতে।

ধন্য তুমি এই প্রকৃতির কাছে।
দুর্বল ভেবো না কখনো নিজেকে।

অধিক প্রাণশক্তি আছে তোমার ভিতরে।
জাগ্রত করো সেই শক্তিকে, হতাশা যাবে মুছে।

নতুন জীবন পাবে তুমি এভাবে।
দেখা হবে বন্ধু, আবার তোমার সাথে।।