প্রকৃতি দিল বৃষ্টি মানুষের ক্ষমতা অসহায় দাঁড়িয়ে
বন্যায় ভেসে গেল আমার ছোট্ট কুটির খানি
রাতের অন্ধকারে হানা দিল জলস্রোতের গতি
ঘুমিয়ে ছিলাম সন্তান নিয়ে স্বপ্ন ভরা চোখে
হঠাৎ করে বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেল তাতে
চারিদিকে জল ভাসি মানুষের ছড়াছড়ি
আঁকড়ে ধরার চেষ্টা করি কোন কিছু না পারি
সন্তান গেল ছিটকে জলের তোড়ে ভেসে
জীবন আমার বেঁচে গেল গাছ কে আঁকড়ে ধরে
সন্তান আমি হারালাম চিরতরে!!
(কেরলে বন্যায় অসহায় মানুষের জীবন)