(আজ স্বামী বিবেকানন্দের ১১৭ তম প্রয়াণ দিবস
তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন)
বীর পুরুষ তুমি বিবেকানন্দ
তোমার বাণী বিশ্বের দরবারে সমাদৃত,,
তুমি দেখালে নতুন দিশা
মানুষের প্রতি মানুষের সেবা!
সকল ধর্মের একই লক্ষ
ঈশ্বরের করুণা পাওয়া আসল উদ্দেশ্য,
জীবে প্রেম করে যেজন
সেই জন সেবিছে ঈশ্বর
তোমার এই অমৃত বাণী
ছড়িয়ে দিলে মানুষের মনে!
তোমার এই সৃষ্টিশীল রামকৃষ্ণ মিশন
ছড়িয়ে পড়েছে বিশ্বের কোণে কোণে
তোমার সৃষ্টি এই সেবা প্রতিষ্ঠান
শত শত বছর পরেও থাকবে এ জগতে!!