আমি বিদ্রোহী কবি
মানিনা কোন শৃংখল
যত আছে বন্ধন
ছিড়ে করি মুক্ত।
শিরদাঁড়া টা, সোজা আছে এখনো
হবেনা ব্যাখ্যা কখনো
আমি যে বিদ্রোহী কবি
যত আছে অন্যায় অবিচার
চারিদিকে হাহাকার, কন্দন
কলম আছে সাথে,
অন্যায়ের প্রতিবাদে
সেটাই হবে কলমের শক্তি
আমি যে বিদ্রোহী কবি।
যত অসুখ ঝড়ঝাপটা
কলম চলবে সর্বদা সোজা
যদি কোনদিন, হেরে যদি যাই
আর তো হবে না লেখা
ঝাপটা এসে, উল্টে যদি দেয় খাতা
যেন সেদিন, মৃত্যু হয় কবির।।