আমি যে বৃদ্ধ এখন
প্রতিবাদের কণ্ঠ নিউ নিউ তাই
চারিদিকে অগ্নি শিখার তাপ
কুচকানো দেহে জ্বালা করে ওঠে
তবু সহ্য করতে হবে!
আমি যে বৃদ্ধের দলে
চুপ করে থাকি তাই!
জীবনের শেষ প্রান্তে এসে দেখি
গঙ্গার জলে সমাজের যত নোংরা
জমে আছে এক কোনে!!