মানুষ বড় বিচিত্র আমাদের সমাজে
মৃত মানুষকে স্মরণ করি মোমবাতি জ্বালিয়ে
মানুষের জন্মদিনে উল্লাস করি মোমবাতি নিভিয়ে
জীবনের আলো নিভিয়ে দেই তার অগ্রগতি পথে!
গীতা বাইবেল কোরআন একই সাথে সহবস্থান লাইব্রেরীতে
মানুষ তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আঘাত করে বিশ্বাস কে
ক্ষুধার্ত মানুষ ভিক্ষাবৃত্তি করে মন্দির আর মসজিদের বাহিরে
নেই কোন ধর্মের বিভাজন তাদের মধ্যে!
বাঘের মত বললে পরে মানুষ উৎফুল্ল হয়
পশুর মত বললে পরে সে রাগান্বিত হয়!
অপরাধী ঘুরে বেড়ায় জেলের বাহিরে
নির্দোষ মানুষগুলো বন্দী থাকি জেলের ভেতরে
আর কত লিখব সব পেনের কালি লজ্জা পাবে তবে!!