বিবেক কে প্রশ্ন করো, তুমি ভুল না সঠিক
কোন ভক্তের নেই কোন প্রয়োজন
তুমি থাকো সদা সচেতন
নিজেকে তুলে ধরো, সততার প্রতীক রূপে
অন্যায় কাজের প্রতিবাদ করো উচ্চকণ্ঠে
ভয়-ভীতি দূর করে এগিয়ে চলো সমাজের কাজে
সততাই পরম শক্তি মানবজীবনে
যুগ যুগ ধরে এটাই চিরসত্য জগতে!!