ভগবানের নামে যাদের এলার্জি
তারা কি কখনো মানুষ প্রেমই?
ভগবান নামে চারিদিকে ওঠে ধ্বনি
সেই স্থান পরিত্যাগ করা মনে করি
জানিনা কি কারনে?
আগুন জ্বলে ওঠে তাদের মনে!
ছোড়া হয় তীরের ফলা
তাদেরকে লক্ষ্য করা
বুঝলো না তারা?
কি হারালো মানুষের দ্বারা!!