ভগবান শব্দের অর্থ
নানা রূপে মানুষের কাছে আবির্ভূত।
ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিলে
সে হয়ে ওঠে ভগবান তার কাছে।
কঠিন রোগের অপারেশন এ,
ডাক্তার হয়ে ওঠে ভগবানের রূপে।
বিপদের সময় উদ্ধার করে যে
ভগবানের রূপে দাঁড়ায় এসে তার কাছে।
বিনা দোষে অপরাধী সে,
আইনের দ্বারা মুক্ত করে যে
ভগবান ভেবে উকিল কে শ্রদ্ধা করে সে।
বিভিন্ন রূপে মানুষ হয়ে ওঠে এই সমাজে
মানুষই তার কাছে ভগবান রূপে।।
I think