ভিক্ষুক

- গৌতম রায়

রোদ বৃষ্টিতে বসে থাকি মন্দিরের পাশে।
ভিক্ষা পাত্র হাতে নিয়ে করুণ দৃষ্টিতে।
কেবা দেয়, কেবা না দেয়, দুঃখ নাই তাতে,
জন্ম লগ্ন হতে ভিক্ষা করছি, এখানে বসে।
জানি না কি পাপ করেছিলাম পূর্বজন্মে,
তার ফল পাচ্ছি এ জন্মে।
মনে মনে ভাবি মানুষ হয়ে জন্মালাম,
কেন এই পৃথিবীতে ?
প্রশ্ন করবো কার কাছে, উত্তর দেবে কে আমাকে ?


ভাবিয়া ভাবিয়া দিন রাত যায় কেটে।
অবশেষে  ভুখা পেটে শুয়ে পড়ি ফুটপাতে,
ভোরের সকালে রোদের তাপে ঘুম ভেঙে যায় তাতে,
আবার এসে বসি যথাস্থানে মানুষের দয়ার অপেক্ষাতে।
দুহাত তুলে আকাশের দিকে দৃষ্টিপাত করে,
বলি হে ভগবান পেট যদি দিলে,
অন্নের সংস্থান কেন দিলে না করে।।