একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সফল দিন
বহু শহীদের রক্তে রাঙা দিন
বাংলা ভাষা স্বীকৃতি পেল তাদের আন্দোলন!
বাংলা আমার মাতৃভাষা,, বাংলায় ধরি গান
বাংলা আমার চেতনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ
বাংলা আমার কাব্য ভেলায়, কবিতার ভাষা
বাংলা আমার শৈশব, দুচোখ ভরে স্বপ্ন দেখা
বাংলা আমার যৌবন, নতুন পথের দিশা
বাংলা আমার বিপ্লব, কত যুবকের বলিদান
বাংলা আমার স্বপ্ন দেখা, নতুন কর্মজীবন
বাংলা আমার রাতের আকাশে, ঝলসানো পূর্ণিমা চাঁদ
বাংলা ভাষার একটি দেশ, বাংলাদেশ
বাংলা ভাষা মিষ্টি ভাষা, এই ভাষা গর্ব মোদের!!