ভারতের বীর সন্তান,
সুভাষ যার নাম
রক্তে যার দেশ ভক্তি
সর্বদা বিরাজমান!
নেতা তুমি নেতাজি
ভারতের প্রাণ!
নেতাজি মানে মানিনা কোন
শৃঙ্খলা বাধা বন্ধন,
নেতাজি মানে বজ্র কঠিন
ভুলে যাওয়া যত ক্রন্দন!
কতশত প্রাণ দিল বলিদান
মুক্তির সোপান তলে,
তোমার তরে দেশবাসী আজি
ভাসিছে অশ্রু জলে!
স্বদেশ তব হইল স্বাধীন
দেখিলে না বীর তুমি,
ত্রিবর্ণ পতাকা উড়িছে আজি
স্বাধীন ভারত ভূমি!
স্বদেশের লাগি স্বাধীনতা তরে
করিলে তুমি সংগ্রাম!
হে বীর যোদ্ধা! কর্মী মহান
তোমারে জানাই প্রণাম!!