নীতা বলো তুমি আর কতদিন
থাকব মোরা দূরে সরে?
আমাদের মিলন হবে কোন দিন?
তুমি বুঝতে পারছনা প্রিয়
আমার উপরে অনেক বেশি দায়িত্ব
ঘরেতে অসুস্থ পিতা কর্মহীন দীর্ঘদিন
ছোট বোনের পড়াশোনা আমার ওপর নির্ভরতা
আমি কি করে চলে আসবো তোমার কাছে
বল দেখি একবার ভেবে?
নীতা তাহলে কি ব্যর্থ হবে আমাদের ভালোবাসা?
তোমার কি ইচ্ছা এভাবেই চলবে জীবন যাত্রা?
তুমি কি উৎসর্গ করবে জীবন পরিবারের কাছে?
প্রিয় এভাবে বোঝার চেষ্টা করো না কখনো
বাস্তব বড় কঠিন সম্মুখে দাঁড়িয়ে আমারই জীবনে
ভেবে নাও কোন এক সুনামির ঝাপটে
আমরা দুজনে ছিটকে পড়েছি কোন এক অজানা গহ্বরে!!