বেপরোয়া আমি এই সমাজের বুকে
আমি মুক্ত, আমি স্বাধীন চলি নিজের মতো করে
আমি দামাল, আমি মাতাল, আমি এলোমেলো
যা কিছু বল আমাকে, আমি চিন্তায় সর্বদাই সক্রিয়!
চারপাশে বদমাইশি আর অত্যাচারের বিরুদ্ধে
আমি প্রতিবাদ করি আমার ছায়াছবিতে!
দেশকে করেছ তোমরা ভাগ, নেই কোন লাজ?
ধিক তোমাদের কর্ম, আমি মর্মাহত
উদ্বাস্তু বাঙালির জীবন যন্ত্রণা
দেখেছি আমি নিজের চোখে!
আজ আমি ক্লান্ত, নিঃস্ব, নিঃসঙ্গ!
চলে যাব যেদিন বুঝবে সেদিন
এই ঘুনে ধরা সমাজ ভাববে, ভাববে আমাকে
এ সমাজ এই সময়!!
(ঋত্বিক ঘটকের ৪৪ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি)