বেকার যুবক আমি
ছন্নছাড়া জীবন আমার!
পিতার টাকা পয়সা
ধ্বংস করি যখন তখন!
নারীসঙ্গ অনেক আমার
রাত্রি যাপন করে বেড়াই
হোটেল আর রেস্তোরাঁয়!
মদ আর খাওয়াতে
ফোয়ারা তুলি তাতে
ক্ষমতা জাহির করি
সবার কাছে টাকার জোরে!
দামি নামি গাড়ি চড়ে
রেস করি বন্ধুদের সাথে
তুমি কি সবকিছু
সোনার ও পরে ভালোবাসবে
আমাকে?