শুনেছি অনেকে গল্প
পিতামহের মুখে
বাংলাদেশের গল্প,
দেখিনি কখনো।
মানুষগুলো সরল সোজা
বুদ্ধিতে প্রকট
জীবন বোধ অনেক বেশি
তাদেরকে আমরা চিনি।
নরম মাটির মানুষ তারা
জীবনের যুদ্ধে শক্ত।
কবি সাহিত্যে অনেক এগিয়ে
অন্য দেশের থেকে।
গর্ব করি আমরা সবাই
বাংলাদেশের জন্য।।