বাংলা আমার মাতৃভাষা
এই ভাষাতেই কই কথা
এই ভাষাতে ধরি গান।
বাংলা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের ডগা
বাংলা মানে নরম মাটি
সবুজ ঘাসে ঘেরা
বাংলা মানে গোধূলি বেলায়
রাখাল বালক ঘরে ফেরা।
বাংলা মানে রবীন্দ্রনাথ
খোকা খুকির সহজ পাঠ
বাংলা মানে অ আ ক খ
আমার হাতে কড়ি।
বাংলা আমার চেতনায়
বিশ্বকবি রবীন্দ্রনাথ।
বাংলা মানে পদ্য ছড়া
গল্প গাঁথা উপন্যাস।
বাংলা আমার কাব্য ভেলায়
কবি সাহিত্যের ভাষা।
বাংলা আমার শৈশব
দু চোখ ভরে স্বপ্ন দেখা
বাংলা আমার যৌবন
নতুন পথের দিশা
বাংলা আমার বিপ্লব
কত যুবকের বলিদান
বাংলা আমার স্বপ্ন দেখা
নতুন কর্মজীবন
বাংলা আমার রাতের আকাশে
ঝলসানো পূর্ণিমা চাঁদ
বাংলা ভাষার একটি দেশ
বাংলাদেশ।
বাংলা ভাষা মিষ্টি ভাষা
এই ভাষা গর্ব মোদের।।